বিস্তারিত আরো পড়ুন

ক্ষমা লিরিক | ফাহিম ফয়সাল | সূফী গান | 'Khoma' Sufi Song by Fahim Faisal Lyric

ব্লগ  |  মিডিয়া  |  ফাহিম ফয়সাল

২০২৩-১১-০৪ ১১:১৪

ক্ষমা লিরিক | ফাহিম ফয়সাল | সূফী গান | 'Khoma' Sufi Song by Fahim Faisal Lyric

ক্ষমা লিরিক | ফাহিম ফয়সাল | সূফী গান | 'Khoma' Sufi Song by Fahim Faisal Lyric

জীবনে যদি কখনো
ভুল করে ভ্রষ্ট হই
ছায়া হয়ে তুমি মালিক 
পাশে থেকো,
ভুলে যদি যাই তোমাকে 
পৃথিবীর মোহে পড়ে
হেদায়েত দিও প্রভু
এই হৃদয়ে।

ক্ষমা করো ইয়া মাবুদ 
আমাদের, কবুল করো 
যেনো মোরা চলি চিরদিন 
আলোয় রাঙা, তোমারই পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ 
আমাদের, কবুল করো 
যেনো মোরা চলি চিরদিন 
তোমার দেখানো সেই, সরল পথে।।

🎶 যখনি জেনে বুঝে পাপের পথে
লালসায় জড়িয়ে পা বাড়াই।
তখন তুমি ভুল সুধরাতে
সময় সুযোগ দাও,
দ্বীনের পথে যেন ফিরে আসি 
তাই তুমি চাও। 
ওগো রহমান......

ক্ষমা করো ইয়া রাহিম 
ইবাদত, কবুল করো 
যেনো মোরা থাকি অবিচল 
সরল সঠিক, পূণ্য পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ 
আমাদের, কবুল করো 
যেনো মোরা চলি চিরদিন 
আলোয় রাঙা, তোমারই পথে।।

🎶 তোমারি রহমত চাই যে মাবুদ, 
রোজ হাশরের দিনে বিচার মাঠে।
সৃষ্টি কুলের স্রষ্টা তুমি 
রাব্বুল আল আমিন,
তোমার হুকুমে চলে অবিরত 
আসমান আর জমিন,
মেহেরবান......

ক্ষমা করো ইয়া রাহিম, 
আমাদের কবুল করো 
যেনো মোরা থাকি চিরদিন 
তোমার রাসূলের সঠিক পথে,
ক্ষমা করো ইয়া মাবুদ 
আমাদের কবুল করো 
যেনো মোরা চলি চিরদিন 
আলোয় রাঙা, তোমারই পথে।।

ক্ষমা করো ইয়া রাহিম 
ইবাদত, কবুল করো 
যেনো মোরা থাকি অবিচল 
সরল সঠিক, পূণ্য পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ 
আমাদের, কবুল করো 
যেনো মোরা চলি চিরদিন 
আলোয় রাঙা, তোমারই পথে।।

ক্ষমা
গীতিকবি, সুর ও সংগীত: ফাহিম ফয়সাল
কণ্ঠ: ফাহিম ফয়সাল

Songwriter, Melody, Music & Artist: Fahim Faisal 
This latest Sufi song sung by Fahim Faisal 
Copyright © Fahim Faisal 

Khoma (Music Video) by Fahim Faisal || Sufi Song || ক্ষমা (মিউজিক ভিডিও): ফাহিম ফয়সাল || সূফী গান

Video: https://youtu.be/TWtOpXIKN4c